৩০ অক্টোবর ২০২৫

সার্জেন্ট নাজিমের মুজিবের কবিতা

  মুজিবুর মানে

মুজিবুর তুমি আমার
কাছে অকৃত্রিম পাওয়া,

মুজিবুর মানে বাংলাদেশ কে
বিশ্ব মাঝে পরিচয় করিয়ে দেওয়া ।

মুজিবুর তুমি আমার কাছে
মানচিত্রের রূপরেখা,

মুজিবুর মানে বাঙ্গালী’র
নির্মোহ এক জাতিসত্তা’র
পরিচয় বিশ্বে মেলে ধরা,

মুজিবুর মানে মোদের বাচাতে
বিশ্বের কাছে স্ব-গৌরবে
ভিক্ষা’র হাঁক মারা।

মুজিবুর মানে আমার কাছে
বাঙ্গালী’র অভিধান,
বিশ্বের বুকে আত্মমর্যাদা নিয়ে
বাঙ্গালীর পোশাক পরিধান ।

মুজিবুর মানে আমার কাছে
জাতিসংঘের সভায়- –
বাংলায় দেওয়া ভাষণ,

তাঁবেদার দের চমকে দেওয়া
হাসি মুখে নেওয়া বীরের সিংহাসন।

মুজিবুর মানে আমার কাছে
বৈপ্লবিকের বিদেহী এক প্রাণ,
নিখিল ভারত স্বাধীন কি আর
বাঙ্গালী বিহীন হয় ?
কবম চাঁদ আর নেহেরু দাদা’রা-
ঠিক জানিবেন নিশ্চয়ই ।

মুজিবুর মানে আমার কাছে
হাজ্বী সাহেব আর—
মজলুম নেতার দীক্ষা
নেয়া দৃপ্ত তরবারি,

যার ডাকে সাড়া দিয়ে যায় অজস্র বিপ্লবী নারী।
অসমাপ্ত ।

আরও পড়ুন