৪ নভেম্বর ২০২৫

সার্জেন্ট নাজিমের শহীদ মিনারের কবিতা

শহীদ মিনার

তুমি আসবে বলে!
তুমি আসবে বলেই
আমি চেয়ে থাকি পথ পানে,
মৃদু মম সমীরণে মিশে আছি।

তুমি আসবে বলেই
আমি চিরকুট লিখে রাখি,
উল্লাসে মেতে করি নাচানাচি।

তুমি আসবে বলেই
আমি তোমার লভিতে সয়ে যাই
পদপিষ্ট ও অর্ঘ্যের নামে বর্জ্য ভোজি!

তুমি আসবে বলেই
সারাটি বছর ধরে সয়ে যাই,
তাবৎ গিবতসমূহ অত্যাচার!

হ্যাঁ, আমি বলছি,
ভালোবাসার ছলে সদাই
রাজনীতির নামে অনৈতিক সমাচার।

সমূদয় বধ্যভূমিকে তোমরাই-
গো-চারণ, তাও ভালোই ছিলো (!)
বাঁধে না যতো কূত্তা, শিয়াল ছানা-
আর আঁধারের সাথে নামে হাহাকার,
পালাক্রমে ধর্ষণ ও তাবৎ অনাচার !!

হ্যাঁ, আমি শহীদের আত্মা (!)
সহস্র অতৃপ্ত আত্মার আর্তচিৎকার যেখানে- হাওয়ায় মিলিত হয়ে,
কথা ছিলো দিব্য প্রতিজ্ঞার, তাই তো !
আমারই নাম ‘শহীদ মিনার’ !!!

হৃদয় ভাঙ্গা কষ্টের কোটি অভিযোগের কিঞ্চিত আহাজারির কিয়দাংশ মাত্র। জয় হোক মুক্তিযুদ্ধের চেতনার, আল্লাহ্ পাকের কাছে সূর্যসন্তানগণের দীর্ঘ হায়াৎ প্রার্থণা। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানিস ছাগীরা। আমিন। ছুম্মা আমিন!

আরও পড়ুন