৮ নভেম্বর ২০২৫

সালতামামি ২০২২: সম্ভাবনা-সংকট-নাভিশ্বাসের একটি বছর

আরাফাত কাদের »

গেল বছরের করোনা মহামারীর সংকট কাটিয়ে ২০২২ শুরুর দিকে দেশের  অর্থনৈতিক অবস্থার কিছুটা পরিবর্তন হয় । তবে এরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে থমকে যায় দেশের অর্থনীতি। এরপরও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বপের পদ্মা সেতু আর মেট্রোরেলের মত মেগা প্রকল্পের উদ্বোধন, সবকিছু ছাপিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি যেন বিষিয়ে তোলে মানুষের স্বাভাবিক জীবন। কেমন ছিল ২০২২ সালের অর্থনীতি, থাকছে সালতামামিতে।

বছরের শুরুতে করোনা মহামারীর ধাক্কা সামলে স্বাভাবিক হয়ে ওঠে মানুষের জন-জীবন, কর্মচঞ্চল হয়ে ওঠে অর্থনীতি। কিন্তু তা গিয়ে থমকে দাঁড়ায় ফেব্রুয়ারীতে। দেশের অর্থনীতি হয়ে ওঠে অস্থির। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রভাব ফেলে আমদানি রপ্তানিতে, অন্যদিকে বাজার গরম করে ভোজ্য তেলের দাম।

মার্চত-এপ্রিলে দরপতন হয় ডলার সহ বৈদেশিক মুদ্রার বাজারে। ১২ কেজি একটি সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ১৪৩৯ টাকায়, যা ২০২২ সালে সর্বোচ্চ। এরপর মে মাসে আবারও আগুন লাগে তেলের বাজার। এক লাফে ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকায় পোঁছায় প্রতি লিটার সয়াবিন তেলের দাম।

তবে, সংকট আর সম্ভাবনাময় একটি মাস ছিল জুন। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন যেমন আনন্দ দিয়েছে, তেমনি সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিষ্ফোরন শত মানুষের প্রাণ কেড়েছে।

জুলাই মাসের পর থেকে হঠাৎ দেশে আলোচনায় রিজার্ভ, ২ বছর পর ৪০ বিলিয়নের নিচে নামে দেশের রিজার্ভ। এছাড়া আদমশুমারীর ফল প্রকাশ, ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।

এরপর আগস্ট, সেপ্টম্বর ও অক্টোবরে আবারও নাভিশ্বাস দ্রব্যমুল্যের বাজারে, ডলারের দাম  বেড়ে দাঁড়ায় ১২০ টাকায়,  বৈদেশিক মুদ্রা বাজার কারসাজিতে জড়িত ৬ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা, সংকটে পড়ে চিনির বাজার, রেমিট্যান্স আমদানি-রপ্তানিতে ডলারের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ।

সংকট কাটিয়ে নভেম্বরে ৫শ ৯ কোটি ২৫ ডলার নিয়ে সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড করে দেশ। সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋন  দিতে সম্মত হয় আইমএফ, দেশের বিমান  খাতে ডানা মেলে নতুন এয়ার লাইন্স- এয়ার অ্যাস্ট্রা।

অপেক্ষার শেষে ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ