বাংলাধারা ডেস্ক »
মৃত্যুর ২৪ বছর পরও এতটুকু জনপ্রিয়তা কমেনি সালমান শাহের। তিনি আজও বেঁচে রয়েছেন প্রতিটা ভক্তের হৃদয়ে। ১৯৯৬ সালের আজকের এইদিনে তিনি প্রয়াত হন। তারা হয়ে আলো জ্বালাতে এসে সবার মন জয় করে অল্পতেই নিভে যায় সালমান নামের সেই আলো। তার অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি শোবিজ অঙ্গন ও তার ভক্তরা। সালমানকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন সেই বিষয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন পেশ করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গেল বছরে প্রকাশিত সেই তদন্ত প্রতিবেদনে বলা হয় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। এমন প্রতিবেদন প্রকাশ করার পর সেটি প্রত্যাখানও করেছেন সালমান শাহের মা নীলা চৌধুরী।
এই বিষয়ে সালমান শাহের স্ত্রী সামিরা হক শুরু থেকেই জানিয়েছিলেন নানান কথা। পিবিআইয়ের তদন্তে সালমান শাহ আত্মহত্যার অন্যতম কারণ হিসেবে দেখানো হয়, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ‘অতি-অন্তরঙ্গতা’। এ বিষয়ে সামিরা বলেছিলেন, ‘ইমন (সালমান শাহ) ও শাবনূর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং সেই কথা ইমন নিজেই আমার কাছে স্বীকার করেছিলেন। শাবনূর প্রায় সময়ই ভিন্ন কথা বলে এসেছে। ভিন্ন কথা বললে তো হবে না। শাবনূর যা করেছে, তাঁর কৃতকর্মের জন্য তাঁকে সরি বলতে হবে। সেটা এখন হোক কিংবা পরে, এই জীবনে কিংবা শেষ বিচারের দিনে।’
সালমানের মা তো অনেক চেষ্টাই করলেন। কত গল্প বানালেন, আমাকে দুনিয়ার লোকের সঙ্গে প্রেম করালেন। ফটোশপের কারসাজিতে এর সঙ্গে বসালেন, ওর সঙ্গে শুয়ালেন। একটাও প্রমাণ হয়নি। কারণ মিথ্যেকে জোর করে প্রতিষ্ঠিত করা যায় না। আমার কষ্ট হয়, কেমন করে পারলেন তিনি এতকিছু? আমি না তার ছেলের বউ ছিলাম। আমি তো সালমানের সঙ্গে সঙ্গেই বেশি সময় কাটাতাম। সিনেমার মানুষেরা তার সাক্ষী। তাছাড়া ইস্কাটনের বাসাতে অনেক সিকিউরিটি ছিলো, কাজের লোকজন ছিলো। তাদের চোখ ফাঁকি দিয়ে এত প্রেম আমি করলাম কখন? সালমান কিছুই জানতো না? আর কেন করবো? সেই সময়ের হার্টথ্রব পুরুষটি আমার স্বামী, আর কোনো পুরুষে আমার দৃষ্টি আসবে কেন?
সালমান আমার প্রেমিক, সালমান আমার স্বামী। আজও মানুষ নায়ক সালমানকে যেমন মনে রেখেছে, আমিও আমার জীবনের সেরা মানুষটিকে মনে ধারণ করে রেখেছি। যাকে এখন বিয়ে করেছি সে এটা জেনে ও মেনেই আমাকে বিয়ে করেছে। কে বিশ্বাস করলো না করলো তাতে কিছুই যায় আসে না। চিৎকার করে লোক দেখিয়ে আমার ভালোবাসা আমি কোনোদিন প্রচার করিনি।
উল্লেখ্য, সামিরা হক এখন তিন সন্তানের মা। ’৯৯ সালে দুই পরিবারের সম্মতিতে সামিরা বিয়ে করেন সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়ায়েজকে। সামিরা জানান, তাঁর বিয়ে করার কোনো প্রস্তুতি ছিল না। দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন। ‘ও’ লেভেলের পর তাঁর পড়ালেখা হয়নি সালমানের অনাগ্রহে। তবে এখনো বিড়ম্বনা তাঁর পিছু ছাড়েনি। স্বামীর সঙ্গে কোথাও গেলে অনেকে ফিসফাস করেন।
বাংলাধারা/এফএস/ইরা













