চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে মো. তানভীর হোসেন (২৬) নামের এক যুবককে রাতের অন্ধকারে কুপিয়ে কব্জি আলাদা করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর লাদেন টিলার উপরে এই ঘটনা ঘটে।
আহত তানভীর ওই ইউনিয়নের মো. রবিউল হোসেনের ছেলে। হামলার ঘটনায় তানভীরের বাবা রবিউল হোসেন বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
তানভীরের বাবা রবিউল হোসেন বলেন, আমার ছেলে কাপড়ের দোকানে চাকরি করে। মঙ্গলবার রাতে সে এবং তার মামা এক সাথে সিএনজি যোগে করে বাড়ির পাশের দোকানে নেমে যান। তখন তানভীরকে তার বন্ধু মামুন ফোন দিয়ে বলেন তার শালার সাথে তার টাকা নিয়ে একটা বৈঠক আছে। তখন তানভীর ওই বৈঠকে যান কিন্তু সালিশী বৈঠকে কনো কিছু মিমাংসা হয়নি। পরবর্তীতে তানভীর, মামুন, শাকিল একসাথে বাড়ি ফেরার পথে তাদের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হৃদয়ের নেতৃত্বে ৮-১০ জন এলোপাতাড়ি হামলা করে। ওই সময় মামুন এবং তারে দৌঁড়ে পালিয়ে যায়। কিন্তু মোটর সাইকেল দুর্ঘটনায় দুই পা আহত থাকায় সরে যেতে পারেনি। তখন তারা চাপাতি দিয়ে আমার ছেলের বাম হাতের কব্জি আলাদা করে দেয়।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্বার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে ডাক্তারের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি, আমার ছেলের উপর হামলা কারীদের যেন দ্রত গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।












