বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনের উদ্যোগে আগামীকাল থেকে ‘আমার ফার্মেসি’ এর কাজ শুরু হচ্ছে। যে কেউ হটলাইনে ফোন করলে স্বেচ্ছাসেবকরা বাসাতেই ওষুধ পৌঁছে দিবে। প্রায় সব ধরণের ওষুধই মিলবে ১৫ শতাংশ কম দামে। সম্পূর্ণ ব্যক্তিগতভাবে করা এই উদ্যোগে ওসি মহসিনকে সহযোগিতা করছে বাইক স্টান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’।
কোতোয়ালি থানা সুত্র জানা যায়, কোতোয়ালি থানার হটলাইন ‘০১৮৭০ ৭০০৭০০’ এ ফোন দিয়ে সাধারণ মানুষ এ সেবা নিতে পারবেন। তবে প্রেসক্রিপশন ছাড়া কোন ওষুুুধ সরবরাহ করা হবে না।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, করোনা সংকটে ওষুধ ব্যবসায়ীদের কারসাজি রুখে দিতে এই উদ্যোগ নিয়েছি। বাড়তি দাম আমরাই ভর্তুকি দিয়ে কিনে তা নগরবাসীকে সরবরাহ করব। এতে ওষুধ নিয়ে মানুষের দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হবে।
উল্লেখ্য, এর আগে ‘হ্যালো ওসি’ সেবা চালু করে দেশব্যাপী পরিচিতি পান জনবান্ধব এ পুলিশ কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম













