সাহিত্য ডেস্ক »
বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার সময় রাজধানীর মাদারটেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাসুদ রানার জনক কাজী আনোয়ার হোসেন হলেও, এর ২৬০টি বই লিখেছেন শেখ আবদুল হাকিম ; যেখানে তার নাম বা কপিরাইট স্বত্ব কোনোটিই দেননি কাজী আনোয়ার হোসেন ও সেবা প্রকাশনী ৷
২০২০ সালের জুন মাসে কপিরাইট অফিসে মামলা দায়ের করে জয়লাভ করেন শেখ আবদুল হাকিম।
বাংলাধারা/এফএস/এআই













