বাংলাধারা প্রতিবেদক »
নগরের কোতোয়ালি থানা এলাকায় সড়ে ৪ হাজার ইয়াবাসহ মো. ফারুক ওরফে হারেছ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাইফেল ক্লাব সংলগ্ন মুসলিম হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ফারুক কক্সবাজারের টেকনাফ লেদা শরণার্থী ক্যাম্পের মৃত হোসেন আহম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাইফেল ক্লাব সংলগ্ন মুসলিম হোটেল থেকে সাড়ে চার হাজার ইয়াবাসহ ফারুক নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, টেকনাফের লেদা এলাকা থেকে পাইকারী মূল্যে কিনে এসব ইয়াবা খুচরা বিক্রির জন্য সে চট্টগ্রামে এসেছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বাংলাধারা/আরএইচআর













