২৭ অক্টোবর ২০২৫

সাড়ে ৮ কোটি টাকার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলীতে পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ৮ কোটি ৩০ লাখ টাকা মূল্যের দুই লাখ ৭৬ হাজার ৮০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার ও বৃহস্পতিবার অভিযান দুটি পরিচালনা করা হয়। পটিয়া থেকে নুরুল ইসলাম (৪৩) ও মাহমুদুল হক লালুকে (২৪) এবং কর্ণফুলী থেকে মো. ইসমাইল (৪৩) ও মো. রেদওয়ান (২৬) গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, শুক্রবার গোপন সংবাদে জানা যায়, মাদক কারবারিরা যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। পরে পটিয়া বাইপাস রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করেন এক ব্যক্তি । তাদের আটকে বস্তা থেকে এক লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৩০ লাখ টাকা।

এদিকে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন র‍্যাব সদস্যরা। এক পর্যায়ে সংকেত দিলে একটি বাস চেকপোস্টে দাঁড়ায়। এ সময় বাস থেকে নেমে কৌশলে পালাতে চান দুজন। তাদের কাছেও প্লাস্টিকের বস্তা ছিল। তাদের কাছ থেকে এক লাখ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি টাকা।

আরও পড়ুন