৬ নভেম্বর ২০২৫

সিঅ্যান্ডএফ’র ডাকা দু’দিনের কর্মবিরতি স্থগিত

বাংলাধারা প্রতিবেদক »

সারা দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতি স্থগিত করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।

সোমবার বেলা ৩টার দিকে এ সংগঠন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হলো।

এদিকে সোমবার সকালে জাতীয় বোর্ডের প্রথম সচিব আবুল বাসার মো. সফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা নিয়ে বৈঠকে বসবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সিঅ্যান্ডএফ নেতারা আশা করছেন বৈঠকে বিষয়টির সুরাহা হবে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লাইসেন্সিং বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব শুল্ক স্টেশনে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন জানিয়েছেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা আমাদের এই লাইসেন্সটিকে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে তুলনা করছেন। তাঁরা আমাদের ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। অথচ এই খাতে আমাদের বিনিয়োগ রয়েছে এবং সেই সঙ্গে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।’

এর আগে ২০২২ সালের ৭ জুন সংগঠনটি এসব দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছিল। এরপর রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আইন সংশোধনের আশ্বাসে ওই কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু এরপর দাবি আদায়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

আরও পড়ুন