বাংলাধারা প্রতিবেদন »
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনগণের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেবা চালিয়ে যেতে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জুন) এই অনুদান দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সিআরপির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করতে এবং জনগণের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেবা চালিয়ে যাওয়ার জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
সিআরপি মূলত একটি সেচ্ছাসেবী ফিজিওথেরাপিস্টদের সংগঠন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শারীরিকভাবে অক্ষমদের চিকিৎসা, পুনর্বাসন, শারীরিক, মানসিক, সামাজিক, এবং অর্থনৈতিক দিকগুলোতে দৃষ্টি দিয়ে সহযোগিতা করে থাকে।
সিআরপি অন্যান্য সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধীদের জন্য পরিষেবা সম্প্রসারণের জন্য দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্র গড়ে তুলেছে।
বাংলাধারা/এফএস/টিএম













