২৬ অক্টোবর ২০২৫

সিআরবি’কে নিয়ে আরিফ চৌধুরীর কবিতা ‘এসো এই শিরিষতলায়’

আরিফ চৌধুরী »

এসো এই শিরিষতলায়
জুড়াবো এই মনের বৈরী
আগুনের তাপ,
এই মধ্য দুপুরে চৈতন্য জুড়ে
তোমার আমার ভালোবাসা মাপে
আকাশ আর মাটির নিস্তব্ধতা।

এসো এই মুখরিত জীবনের আগুন পোহাই নিস্তব্ধ দুপুরে
যেখানে এই সবুজের ছায়ায়
পাখির মতো ঘুরাফেরা করে
প্রেমিক যুগল অনন্ত বিশ্বাসে।

আজ এই তপ্ত দুপুরে নেয়
যৌবতী ফুলের ঘ্রাণ,
এই শিরিষতলায় রঙিন ফুলে
ভ্রমর যেভাবে চুম দেয়
মাতাল রৌদ্রময় দুপুরে
আজ এসো সিক্ত হই নব অবগাহনে।

এসো পবিত্র অকুলতায়
ফোটাই কদম,যুথিকায় প্রাণের দোলা
চোখের লজ্জ্বা ঢেকে এসো,
প্রলুব্ধ চাঁদের মতো তোমার দিকে
মুখ করে আছি,
ফুলে ফুলে লুকোবো দুজনাতে
ভালোবাসার মন্ত্রিত ডানায় ভর করে
ছোঁব তোমার মুখ দ্রোহের আগুনে।

এই শিরিষতলায় এসো
ভালোবাসার ছোঁয়ায় ভর
করে পোঁছে যাব
জীবন মৃত্যু’র ভেলায়।

লেখক : আরিফ চৌধুরী, কবি ও প্রাবন্ধিক।

আরও পড়ুন