২৪ অক্টোবর ২০২৫

সিআরবিতে মদ্যপ অবস্থায় বনিকপুত্রের গাড়ি তান্ডব

গাড়ির ধাক্কায় দুই রিক্সাচালক গুরুতর আহত

নগরীর সি আরবি এলাকায় মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় দুই রিকশা চালক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১ টায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি রিক্সাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের উপর উঠে যায়।

জানা যায় নিউ মার্কেট এলাকার স্বর্ণ ব্যাবসায়ী মাহবুবুর রহমানের ছেলে ফামিন (২৮) নামে বিদেশ ফেরত এক যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এসময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রিক্সা দুটো সহ গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে এখনো পরিচয় জানা যায়নি ওই দুই রিক্সা চালকের।

প্রত্যক্ষদর্শীরা জানান মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। সি আরবি সাত রাস্তার মোড়ে হঠাৎ  বিকট শব্দে এলোমেলো ভাবে একটি গাড়ি এগিয়ে আসে, মোড় ক্রস করতেই একটি প্যাডেল চালিত রিক্সা ও ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজনের উপর উঠে যায় গাড়িটি। এতে দি রিকশা চালক আহত হয়। বর্তমানে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় চালককে সিআরবি পুলিশ ফাঁড়িতে আটক করা হয়েছে। গাড়িটি ও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সিআরবি ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বাংলাধারাকে জানান, দূর্ঘটনার পর আমরা চালককে আটক করেছি। বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন