২৪ অক্টোবর ২০২৫

সিআরবিতে রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রেলের নিজস্ব জমি পুনরুদ্ধার করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চল রেলওয়ের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, গত ১০ ডিসেম্বর রেল মন্ত্রণালয় থেকে দখলদারদের ৭ দিনের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। এরপর থেকেই পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। সিআরবি এলাকা থেকে শুরু হওয়া এই অভিযান নতুন রেলস্টেশন পর্যন্ত বিস্তৃত থাকবে।

তিনি আরও বলেন, অভিযানের আগে এলাকাবাসীকে একাধিকবার মাইকিং ও সতর্কীকরণ নোটিশের মাধ্যমে অবহিত করা হয়েছিল।

উচ্ছেদ অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নিচ্ছেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন