বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে অস্ত্রসহ মোহাম্মদ ইকবাল প্রকাশ মামা ইকবাল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পরিদর্শক দেবপ্রিয় দাশের নেতৃত্বে একটি দল সিআরবি সাত রাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি থ্রী কোয়ার্টারগান উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেয়া উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ বাংলাধারাকে জানান, ইকবালের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দস্যুতা , অস্ত্র, মাদকসহ ১১ টি মামলা আছে। সে বায়জিদ বোস্তামী থনা এলাকার মিরাজ হত্যা মামলারও আসামি।

তিনি বলেন, ইকবাল ভোলা জেলার দৌলতপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম













