২৯ অক্টোবর ২০২৫

সিআরবি নয়, কুমিরায় হাসপাতাল নির্মাণের প্রস্তাব যাচ্ছে সংসদীয় কমিটিতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড »

চট্টগ্রামবাসীর আন্দোলনকে উপেক্ষা করে হাসপাতাল করা থেকে সরে সীতাকুণ্ডের কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত একটি হাসপাতালের জায়গাকে হাসপাতাল নির্মাণে উপযোগী স্থান মনে করছেন রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘এখানকার (কুমিরা) প্রাকৃতিক পরিবেশও মনোমুগ্ধকর। সংসদীয় কমিটির সভায় আমি এই স্থানটির কথা তুলে ধরব।’

রোববার (২৯ মে) রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর কুমিরায় পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

সূত্রে জানা যায়, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চলতি মাসে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম নগরীর সিআরবির পরিবর্তে রেলওয়ের অন্য জায়গায় পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ইউনাইটেড গ্রুপের মেডিকেল কলেজ ও হাসপাতালটি নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়। সভায় সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় হাসপাতালটি করার প্রস্তাব দেন। এই প্রস্তাবের আলোকে রেল সচিব কুমিরায় পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল এলাকা পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে রেল সচিব ড. হুমায়ুন কবীর বলেন, প্রকল্পটি এখনো কাগজে–কলমে আছে। কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতালের জায়গাটি দেখতে এসেছি। এই স্থান হাসপাতাল করার উপযোগী। সংসদীয় কমিটির একটা প্রস্তাব আছে। আমি জায়গাটি দেখে আইডিয়া নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করব। পরবর্তীতে এটি সংসদীয় কমিটির সভায় আলোচনা হবে।

তিনি বলেন, কিছুদিন পর একটি টেকনিক্যাল টিম আসবে। তারা জায়গাটা দেখে একটি রিপোর্ট দেবে। দখল স্বত্ব, মালিকানা স্বত্ব বজায় রেখে কিভাবে জায়গাটি ব্যবহার উপযোগী করে চট্টগ্রামবাসী তথা দেশবাসীর উপকারে আসে সেই চেষ্টা করব।

এসময় রেল পূর্বাঞ্চলের জিএম মো. জাহাঙ্গীর হোসেন, চিফ এস্টেট অফিসার সুজন চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার আবু জাফর মিয়া, বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ করিম, রেলওয়ে ম্যানেজারসহ (ভারপ্রাপ্ত) রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কুমিরায় রেলের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল স্হানটিতে যদি ইউনাইটেডের গ্রুপে হাসপাতাল করতে চায় আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

আরও পড়ুন