৪ নভেম্বর ২০২৫

সিইউজে’র সহ-সভাপতি অনিন্দ্য টিটো সিসিইউতে ভর্তি

বাংলাধারা প্রতিবেদন »

জিটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটো হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রয়েল হাসপাতালের সিসিইউতে দুপুর ৩ টায় তাকে ভর্তি করানো হয়। পারিবারিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করে।

তার স্ত্রী টিপু বড়ুয়া বাংলাধারাকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ সে বুকে ব্যাথা অনুভব করে। তখন সহকর্মীরা তাকে ধরে রয়েল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হৃদরোগের চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সে সিসিইউতে ভর্তি রয়েছেন।

চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি যেন সুস্থ হয়ে সবার মাঝে আবারো ফিরে আসতে পারেন সে জন্য সবার কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন