২৯ অক্টোবর ২০২৫

সিইউজে নতুন কমিটিকে বিএফইউজে’র অভিনন্দন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে দেশের সাংবাদিকদের অধিকার আদায়ের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এ অভিনন্দন জানান।

সংগঠনটির পক্ষ থেকে মহাসচিব শাবান মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফইউজে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সিইউজে’র নব নির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও স্বার্থ রক্ষায় সাংগঠনিক দায়িত্ব পালন করবে যা সাংবাদিকদের যে কোন ধরণের সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

এর আগে সিইউজের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন বার্তা পাঠায় চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

গেল বৃহষ্পতিবার সিইউজে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন