২৪ অক্টোবর ২০২৫

সিইউজে নেতাদের অভিনন্দন জানালেন শিক্ষা উপমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষা উপমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলামসহ নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আশা প্রকাশ করেন, সিইউজ নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা সকল স্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে এবং আলোকিত বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন