২৪ অক্টোবর ২০২৫

সিইপিজেডে চাকরিচ্যুত শ্রমিকদের সড়ক অবরোধ

চাকরিচ্যুতিকে কেন্দ্র করে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) এক্সেল সিওর সুজ কারখানার ৪০ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শতাধিক শ্রমিক, যাদের মধ্যে অনেক নারীও আছেন।

তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সোলায়মান।

জানা গেছে, বিক্ষোভকারীরা সিইপিজডের ৪ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের ‘এক্সেলসিয়র সুজ’ নামে একটি কারখানার শ্রমিক। সম্প্রতি প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

এ নিয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে খোলার প্রথমদিন থেকেই কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। গত শনিবার কারখানায় বিক্ষোভ করেন চাকরিচ্যুত শ্রমিকরা। রোববার (৬ এপ্রিল) কারখানায় একদফা হামলার ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক আহত হন।

এসব ঘটনার পর সোমবার সকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা ইপিজেড মোড়সহ আশপাশের এলাকায় সড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, ‘এক্সেল সিওর সুজ কারখানায় ৪০ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। আজ (সোমবার) সকালে কারখানার গেট বন্ধ দেখতে পেয়ে তারা আবারও বিক্ষোভ শুরু করেন। পরে আমরা তাদের সরিয়ে দিই। এখন সিইপিজেড এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আরও পড়ুন