২৩ অক্টোবর ২০২৫

সিইপিজেডে ট্রাকের চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) ভেতরে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন জায়েদা আক্তার (২২) নামের এক তরুণী পোশাক শ্রমিক। বুধবার সকালে এলাকার ১ নম্বর রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা আক্তার পটুয়াখালীর চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি মো. জাহিদুল ও মোসাঃ রহিমা আক্তারের মেয়ে। কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত জায়েদা টেকনিক্যাল এপারেলস লিমিটেডের সুইং বিভাগের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সকালে মোটরসাইকেলযোগে কারখানায় যাচ্ছিলেন জায়েদা আক্তার। পথিমধ্যে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত স্বজনের খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনায় ২ টিগাড়ি আটক করা হয়েছে।

আরও পড়ুন