চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানান। তাদের দাবি, সরকার নির্ধারিত বেতনের চেয়ে ও অন্যান্য কারখানার তুলনায় তাদের বেতন কম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে প্যাসিফিক জিন্স লিমিটেড এবং জে জে মিলস প্রাইভেট লিমিটেড নামে দুটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, তাদের কারখানায় নতুন বেতন কাঠামো পাচ্ছেন নতুন যোগ দেওয়া শ্রমিকরা। কিন্তু পুরনো শ্রমিকরা এই নতুন বেতন কাঠামোর আওতাভুক্ত হচ্ছেন না। ফলে পুরনোদের বেতন এবং নতুন যোগদানকারীদের বেতনের পার্থক্য হচ্ছে হাজার থেকে ১২শ’ টাকা।
এ ঘটনায় পুলিশ ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আন্দোলনের মুখে পরে অবশ্য চার হাজার টাকা বেতন বাড়ানোর আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ গণমাধ্যমকে বলেন, বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিকসহ দু’পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হচ্ছে।













