২ নভেম্বর ২০২৫

সিএনজি চালকের অভিনব কায়দায় প্রতারণা

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক সিএনজি চালকের অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছেন মোহাম্মদ হারুন (৫৫) নামের এক ব্যক্তি।

জানা যায়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় মোহাম্মদ হারুন ও তার স্ত্রী উপজেলা গৈড়লার টেক এলাকা থেকে পটিয়া হাইদগাঁও গ্রামে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশে গাড়িতে উঠলে একটু পরে সিএনজি চালক বিভিন্ন জায়গায় ফোনে বলতে থাকে উপজেলা অফিসে গরিবদের টাকা দিচ্ছে সরকার।

একটু পরে সিএনজি চালক মোহাম্মদ হারুনকে বলেন, আপনাকে তো দেখতে গরিবের মতো মনে হয়। আপনাকে টাকার ব্যবস্থা করে দিব? মোহাম্মদ হারুন (৫৫) বলে- আমি তো গরিব মানুষ পারলে বাবা কিছু টাকার ব্যবস্থা করে দাও।

এভাবে টাকার প্রলোভন দেখিয়ে প্রথমে সিএনজিটি পটিয়া পোস্ট অফিস মোড়ে এসে থামে। পরে পোস্ট অফিস মোড় ইউসিবিএল ব্যাংকের বুথ থেকে ৫ হাজার টাকা নিয়ে তা তাদের হাতে দিয়ে বলেন- কাকা পটিয়া ডাকবাংলার মোড়ে কম্বল দিচ্ছেন চলেন সেখানে যাই।

পটিয়া পৌরসভা ডাকবাংলো মোড়ে তাদের নিয়ে এসে একটু দাঁড়াতে বলে। পরে তাদের সব জিনিসপত্র গাড়িতে রেখে রাস্তার অপর পাশে যেতে বলে। তাদেরকে নিয়ে সিএনজি চালক রাস্তা পার হয়। অতঃপর সে তাদেরকে বলে- ‘আমি কার্ডটা নিয়ে আসি আপনারা একটু অপেক্ষা করেন।’

মোহাম্মদ হারুন (৫৫) ও তার স্ত্রী ওখানে অপেক্ষা করে আছে। একটু পরে সন্দেহ হলে গাড়ির দিকে তাকালে দেখে গাড়ি নেই তাদের জিনিসপত্র নিয়ে চম্পট সে প্রতারক সিএনজি চালক।

ভুক্তভোগী মোহাম্মদ হারুন (৫৫) বলেন, আমার যা ছিল তা প্রতারক সিএনজি চালক নিয়ে গেছে। মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়া হলো না আর। স্ত্রী বেহুশ হয়ে পড়েছে। তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি সিএনজি চালককে খুঁজছি আল্লাহ তার বিচার করবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ