বাংলাধারা প্রতিবেদক »
হাটহাজারীতে রাস্তা পারা হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. হারুন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার মীরেরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন মীরেরহাটের পূর্ব আলমপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হয় হারুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।













