বাংলাধারা ডেস্ক »
বিশ্বব্যাপী করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় করোনায় সম্মুখ যোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে এলবিয়ন গ্রুপ।
রোববার (১৬ জানুয়ারি) বিকাল তিনটায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর (পিপিএম) এর কাছে এসব স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। এলবিয়ন গ্রুপের পক্ষ থেকে দশ হাজার সার্জিক্যাল মাস্ক ও পাঁচশত পিস হ্যান্ড স্যানিটাইজার বুঝিয়ে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর।
এ বিষয়ে রাইসুল উদ্দিন সৈকত জানান, পুলিশ বিপদের প্রথম সাড়া দানকারী। তাদের পাশে থাকতে পারা আনন্দের। করোনার মত মহামারীতে পুলিশ তাদের অবস্থান গণমানুষের হৃদয়ে করে নিয়েছে। সিএমপির এই পথচলায় সব সময় পাশে থাকবো।













