বাংলাধারা প্রতিবেদন »
পুলিশের শরীরে বডি ক্যামেরা সংযোজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এতে মনিটরিং করা যাবে সদস্যদের সার্বিক কার্যক্রম।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, উন্নত বিশ্বের আদলে নগরীতে কার পেট্রোলিং চালু ও টেকনিক্যাল বেল্ট সংযোজনের পর এবার প্রাথমিকভাবে টহল ও ট্রাফিক পুলিশকে এই মনিটরিং কার্যক্রমের আওতায় আনা হবে। রাস্তায় চেকপোস্ট বসিয়ে নানা সময়ে তল্লাশী চালাতে হয় পুলিশকে। যানবাহন নিয়ন্ত্রণের কাজ করেন ট্রাফিক সদস্যরা। তবে এসব কার্যক্রমে মাঝে মাঝে ওঠে নানাধরনের অভিযোগ।
কাজে স্বচ্ছতার জন্য পুলিশ সদস্যদের সাথে থাকে বডি ক্যামেরা। আছে রাজধানীতেও। এখন চট্টগ্রামে চালু করতে চায় সিএমপি। যার একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে।
সিএমপি কমিশনার আরও জানান, সিএমপি সদর দপ্তর থেকে এই ক্যামেরায় মনিটরিং করা যাবে পুলিশ সদস্যদের গতিবিধি। যাতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে কোন অভিযোগ ওঠলে মিলবে তার প্রতিকার।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এমন উদ্যোগ পুলিশের কাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
সদর দপ্তর থেকে বরাদ্দ পেলেই দ্রুত এ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে সিএমপি।
বাংলাধারা/এফএস/এইচএফ













