৪ নভেম্বর ২০২৫

সিএমপি’র হাসপাতালে আইসোলেশন বেড ও ফ্লু কর্নার চালু

বাংলাধারা প্রতিবেদন »  

জরুরি প্রয়োজনের বিষয়টি মাথার রেখে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ২০টি আইসোলেশন শয্যার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ১৬ শয্যার ফ্লু কর্নারও চালু করা হয়েছে। সিএমপি পরিচালিত স্কুলের ৩৩টি কক্ষ কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সিএমপির উপকমিশনার (বিশেষ শাখা) আব্দুল ওয়ারিশ বাংলাধারাকে এ তথ্য জানান।

তিনি বলেন, সিএমপির বিভিন্ন বিভাগে দায়িত্বরত কোন সদস্যের যদি কোয়ারেন্টাইনে থাকতে হয় নিজ উদ্যোগে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনার স্যার নির্দেশ দিয়েছেন। সিএমপি পরিবারের প্রতিটি সদস্য যাতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজার রাখাটা নিশ্চিত করতে পারে সে লক্ষে আরও আবাসিক হোটেল কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করছি।

উল্লেখ্য, ২৭ এপ্রিল পর্যন্ত দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থানরত ৮ জন সদস্যের শরীরে করোনা শনাক্ত হলো। যারা সবাই ট্রাফিক বিভাগে কর্মরত।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন