২৪ অক্টোবর ২০২৫

সিএমপি’র অভিযানে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী ২৩ জন গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ০০.০১ ঘটিকা থেকে রাত ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত পরিচালিত এই অভিযানে কোতোয়ালী, সদরঘাট, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, চকবাজার, পাঁচলাইশ, আকবরশাহ, কর্ণফুলী, পাহাড়তলী, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও বাকলিয়া থানার পুলিশ অংশ নেয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন –
কোতোয়ালী থানার মোঃ হাসান (২১), মোঃ মেহেরাজ (২৫), জিয়াউল হক সোহেল (৪০)।সদরঘাট থানার হকার্স লীগের সভাপতি মোঃ মাসুম (২৯) ও পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন অশিক (৩৫)।চান্দগাঁও থানার রুপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪)।বায়েজিদ বোস্তামী থানার মোঃ ইকবাল হোসেন শাহেদ (২৫), মোঃ লিমন (২৪)।চকবাজার থানার মোঃ মাহাবু আলম ওরফে মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০)।পাঁচলাইশ থানার যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দিন (৩৪) ও মোঃ রিপন তালুকদার (৩০) আকবরশাহ থানার ফজলুল হক (২৬)।কর্ণফুলী থানার চরপাথরঘাটা আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (৫২)।পাহাড়তলী থানার মোঃ সাইফুল ইসলাম (৪২)।বন্দর থানার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান নাকিব (২৫)।ইপিজেড থানার মোঃ শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪)।পতেঙ্গা থানার মোঃ শফিউল আলম (৪২)।
বাকলিয়া থানার বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত আমান (২২), আবুল কাশেম (৫০) ও মোঃ বাপ্পী (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে সরাসরি জড়িত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের এক বা একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন