বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে গেলো ২৪ ঘন্টায় ১৫জনকে আটক গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা পুলিশ।
শনিবার (১লা ফেব্রুয়ারি) সিএমপির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শামসুদ্দীন (৩৯),আসামী মোঃ সাহেদ (২৬), মোঃ মাহবুব আলম (৫২), আকবর হোসেন (২৩), মোঃ রমজান (১৯), মোঃ জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), মোঃ আব্বাস উদ্দিন (৩০), মোঃ জাকির হোসেন (২৫) ১০। তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), আলমগীর বাদশা (৪২), শিকলবাহার ইউনিয়ন যুবলীগ সংগঠক আসামী ,মোঃ মামুন (৩৫) মোঃ মনির (৩৭) ও বায়েজিদ বোস্তামী থানার আসামী মোঃ ইমরান হোসেন (৪০) ।
পুলিশ জানায়, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।













