২৩ অক্টোবর ২০২৫

সিএমপির নাকের ডগায় দিনভর ঝুলছে ড. ইউনুসের কুশপুত্তলিকা, ‘জানেনা’ পুলিশ

চট্টগ্রামের ওয়াসা এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি কুশপুত্তলিকা ঝুলতে দেখা গেছে।  স্থানীয়রা বলছে সকাল থেকে ওই কুশপুত্তলিকা দেখছে তারা। ওয়াসা মোড়েই চট্টগ্রাম মহানগর পুলিশের(সিএমপি) সদর দপ্তর। সিএমপির নাকের ডগায় দিনভর প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা ঝুললেও পুলিশ বলছে এই বিষয়ে কিছুই জানেনা তারা।

বুধবার বিকেল ৫ টার দিকেও চট্টগ্রাম ওয়াসার মোড় আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে ঝুলতে দেখা যায় ওই কুশপুত্তলিকা। যার বুকে সাদা কাগজে লাল কালিতে ড. ইউনুসের নাম ও মুখে তাঁর ছবি সাঁটানো আছে। তবে বাংলাধারায় এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। কিন্তু ইফতারের পর ঝুলতে থাকা কুশপুত্তলিকা আর দেখা যায়নি।

জানা যায়, ওয়াসা মোড়ের কুশপুত্তলিকা সরিয়ে নেয় সাধারণ জনগন। জিইসি ও দুই নং গেইটের কুশপুত্তলিকা সরিয়ে নেয় পাঁচলাইশ থানা পুলিশ।

স্থানীয় দোকানদার ও দায়িত্বরত ট্রাফিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে সকাল থেকে তারা এই কুশপুত্তলিকাটি ঝুলতে দেখছে। তবে কে বা কারা এটি ঝুলিয়েছে এই বিষয়ে তারা কিছু জানেনা।

এর মধ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, ধর্ষণ- নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এমন কুশপুত্তলিকা ঝুলানো হয়েছে। এসময় আলাদা আলাদা তিনটি কুশপুত্তলিকার ঝুলন্ত ছবি পোষ্ট করে রনি৷ বলা হচ্ছে বাকি দুটি কুশপুত্তলিকা জিইসি মোড় ও ২ নম্বর গেইট এলাকার।

তবে ওই দুই এলাকা ঘুরে কোন কুশপুত্তলিকা দেখা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন বাংলাধারাকে বলেন, আমি গতকাল এখান থেকে সেহরীর পর গিয়েছি তখন কিছুই দেখিনি। এরপর দুপুর ১১ টার দিকে তিন এলাকাতে কুশপুত্তলিকা দেখেছি। কে বা কারা ঝুলিয়েছে জানিনা।

তবে বিকেলেও যে ওয়াসার মোড়ে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা ঝুলছিল তার কয়েক কদম সামনেই চট্টগ্রাম মহানগর পুলিশের প্রধান কার্যালয়। সিএমপির নাকের ডগায় দিনভর প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা ঝুলার বিষয়টি ভালভাবে দেখছেনা স্থানীয়রা।

এই বিষয়ে পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহানগরের উত্তর বিভাগের এডিসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ কমিশনার আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি এখনো কিছু জানিনা। বিস্তারিত জেনে জানাচ্ছি।’

এএস/বাংলাধারা

আরও পড়ুন