৩০ অক্টোবর ২০২৫

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। নির্বাচন কমিশন ঢাকার একটি চিঠির আলোকে এই রদবদল হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৮ জানুয়ারি) সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন বলে সিএমপি সূত্র জানায়।

আদেশে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানার ওসি, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে কোতোয়ালী থানার ওসি, চকবাজার থানার ওসি মুহাম্মদ রুহল আমীনকে বাকলিয়া থানার ওসি, চাঁন্দগাও থানার ওসি আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানার ওসি, ডিবি-উত্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে চাঁন্দগাও থানার ওসি পদে বদলি করা হয়েছে ও ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে পুলিশ কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।  

বদলির খবর নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন তার ফেসবুক পেইজে লিখেন, ‘আলহামদুলিল্লাহ।স্বপ্নযাত্রাটা শেষ হল। সমাপ্তি হল কোতোয়ালী অধ্যায়। সামর্থ্যের সবটুকু উজাড় করে চেষ্টা করেছি অর্পিত দায়িত্ব পালন করতে, নাগরিকদের সেবা দিতে। কতটুকু পেরেছি তার বিচারভার এলাকাবাসীর উপর। আমি অসাধারণ একটি টিম পেয়েছি। যারা আমার চ্যালেঞ্জিং প্রতিটি দিনকেই করেছে উপভোগ্য। মাথার উপর ছায়া হিসেবে পেয়েছি সিনিয়রদের বিশ্বাস ও সাহস। কৃতজ্ঞতা আমার স্যার ও সহকর্মীদের প্রতি। নতুন গন্তব্য ডবলমুরিং। কোতোয়ালীর সাফল্যের জয়গান গাইতে চাই ডবলমুরিংয়েও। দোয়া চাই সকলের’

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, কোতোয়ালী, বাকলিয়া, ডবলমুরিং, চকবাজার ও চাঁন্দগাও থানার ওসি পদে বদলির আদেশ দেওয়া হয়েছে।  

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার স্মারকের আলোকে সিএমপির উল্লেখিত পুলিশ পরিদর্শককে বদলি করা হলো।

বাংলাধারা/এফএস/এআর  

আরও পড়ুন