২৪ অক্টোবর ২০২৫

সিএমপি’র বিশেষ অভিযানে আরও ৪০ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৪১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ১টা থেকে বুধবার (১২ মার্চ) রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, যাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- রিফাত আলম (৫৫), হৃদয় চন্দ্র দাশ প্রকাশ আ. কাইয়ুম (২৭), মো. রাজিব প্রকাশ রাজু (২৮), মো. রবিউল (৩২), নাজমা আক্তার লিপি (৩৫), মোহাম্মদ ফরহাদ (২৭), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল হান্নান প্রকাশ লিটন (৪৮), মো. ইমন উদ্দীন (২৪), আব্দুল ওহাব (২২), মো. শাহজাহান (৪৫), মো. নুর আলম (৩০), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন প্রকাশ রাসেল (৩৪), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪), মো. কামরুল হাসান (২৬), মোহাম্মদ আবু সুফিয়ান, মো. সুমন (২৯), সুজন দেওয়ানজী ওরফে মো. সোহেল (৩৫), মো. আনোয়ার (৪০), নুর আক্তার প্রমা (৪৪), মো. ইমদাদুলহক (৩৭), ইয়াসিন (১৮), মো. আরিফ (৩০), কল্লোল দাশ (৪৯), ২৬। মোহাম্মদ ছমিউদ্দিন প্রকাশ ছমির উদ্দিন (৩৬), মো. মামুন (৪২), মো. ফয়সাল (৪৫), মো. রাশেদ (৩৫), মো. দিাদর আলম (৪৩), সুনীল দাশ (৬৫), পদ্মারানী দাশ (৩৬), মহিউদ্দিন রায়হান (২৭), মো. জাবেদ (৩৪), কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক হাসান জুয়েল (৪২), মো. মরহম আলী (৩০), মো. সাজ্জাদ (২৫), মো. জিহাদ ওরফে শিকু (১৯), আল আমিন প্রকাশ তুফান (২৫), মো. নজরুল ইসলাম প্রকাশ সোহাগ (৩১) ও রনি (২০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৪১ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

আরও পড়ুন