চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরীর নিরাপত্তা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর সঙ্গে জড়িত ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি রাত থেকে নগরীর ডবলমুরিং, বাকলিয়া, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন ডবলমুরিং থানার মোঃ ইউসুফ (৫১), মোঃ নুর ইসলাম রিপন (২০), মোঃ রিফাত (১৯) ও মোঃ ইয়াসিন আরাফাত (১৯)। এছাড়া বাকলিয়া থানার মোঃ কামাল (৪২), ইমন (২৭) ও মোঃ তারেক (৩৪) এবং পাঁচলাইশ থানার মোঃ রুবেল (২৫) ও মোঃ আব্দুল্লাহ (২০)-এর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
এছাড়া আনোয়ারা থানার বারশত ইউনিয়নের যুবলীগ নেতা তাসকিন আহমেদ জালাল (২৬) ও সোনাগাজী থানার চর মজলিসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খায়ের (৪২) এই অভিযানে আটক হয়েছেন।
সিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।













