২৪ অক্টোবর ২০২৫

সিএমপি’র বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় আরও ১৯ জন গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনাকারী, সহযোগী এবং অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে।

২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ০০.০১ ঘটিকা থেকে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চকবাজার, বাকলিয়া, সদরঘাট, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিং, ইপিজেড, কর্ণফুলী ও কোতোয়ালী থানার মোট ১৯ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চকবাজার থানার মোঃ ইমন (২৬), বাকলিয়া থানার মোঃ জসিম উদ্দিন সিকদার (৪৫), মোঃ রিদুয়ানুল ইসলাম (২৮), মোঃ নুর কবির (৫৪), সদরঘাট থানার মোঃ শুক্কুর মিয়া (২৫), পাঁচলাইশ মডেল থানার মোঃ মাহি সায়েদ (২৫), চান্দগাঁও থানার সুমন দাশ (৩৯), বায়েজিদ বোস্তামী থানার মোঃ সাইমন (২৫), মোঃ শাহীন (২৬), হালিশহর থানার মোঃ ইমরান (৩৩), পাহাড়তলী থানার মোহাম্মদ আজাদ বিশ্বাস (২৫), মোহাম্মদ নাসির বিশ্বাস (৪৫), আকবরশাহ থানার মৃদুল চন্দ্র দে (৫৪), রুপম দে (৪২), ডবলমুরিং থানার মীর মোহাম্মদ আহনাফ আরেফিন (২০), ইপিজেড থানার জসিম উদ্দিন (৪০), কর্ণফুলী থানার ওলামালীগের সভাপতি ডাঃ মাওলানা ইউনুস অহিদ (৬৫), কোতোয়ালী থানার চট্টগ্রাম মহানগরীর উপ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান আলী মাসুদ (৩৩) এবং চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনছুর আলী (৪৭)।

উল্লেখ্য, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধি আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বলে জানা গেছে।

আরও পড়ুন