বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ও আইবিএফবির পরিচালক রাইসুল উদ্দিন (সৈকত)।
গত মঙ্গলবার (১ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় অফিসার্স ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিএমপি’র কমিশনারকে সভাপতি করে সাধারণ সম্পাদক করা হয় সদর জোনের উপ-পুলিশ কমিশনারকে।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), এম আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম, সহ-সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার (উত্তর), ইনডিপেনডেন্ট অ্যাপারেলস লিঃ-এর এমডি এস, এম, আবু তৈয়ব, কোষাধ্যক্ষ উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স)।
সদস্যরা হলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), উপ-পুলিশ কমিশনার (বন্দর), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), উপ-পুলিশ কমিশনার (সরবরাহ), উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্), প্যাসিফিক জিন্সের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাউথইস্ট ব্যাংক আগ্রাবাদ শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদুল আমিন ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দিন (সৈকত)।
প্রসঙ্গত, রাইসুল উদ্দিন (সৈকত) ২০১৫ সালে তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চিকিৎসা সেবায় নিজেকে যুক্ত রেখেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন ও চট্টগ্রাম ডায়াবেটিক হসপিটালের আজীবন সদস্য হিসেবে। তিনি বেসরকারি হাসপাতাল ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) পরিচালক নির্বাচিত হয়েছেন।













