২৬ অক্টোবর ২০২৫

সিএমপি গোয়েন্দা বিভাগের অভিযানে বিপুল গাঁজা মদ পিকআপসহ ১ জন ধরা

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) বিভাগের বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশি মদ ও একটি পিকআপসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটে আকবরশাহ থানার সিডিএ আবাসিক এলাকার ২ নম্বর রোডের মুখে মীর সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশের পাকা সড়কে এই অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-স্পেশাল।

মহানগর গোয়েন্দা পুলিশ বিভাগের উপপরিদর্শক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদকের চালান আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ হাছনাইন (৩৪)। তার ব্যবহৃত পিকআপ গাড়ির ভেতর দুইটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে মোট সাতটি পুটলায় ২১ কেজি গাঁজা এবং একটি কার্টনে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) বিভাগের পুলিশ উপ-পরিদর্শক এসআই মোঃ রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাছনাইন জানায়, সে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের জনৈক রাহাতের মাধ্যমে পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন