৩০ অক্টোবর ২০২৫

সিটি কর্পোরেশন হবে দুর্নীতিমুক্ত : তাপস

বাংলাধারা ডেস্ক »

প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। দক্ষিণ সিটিতে নির্বাচনি প্রচারণার নামেন ফজলে নূর তাপস।

সোমবার(১৩ জানুয়ারি) দুপুর ১টায় মানিকনগর থেকে চতুর্থ দিনের প্রচারণা শুরু করেন শেখ ফজলে নূর তাপস। পায়ে হেটে বিভিন্ন অলিগলি চষে বেড়ান তিনি। মানিকনগর থেকে মুগদা, বাসাবো হয়ে খিলগাঁও এলাকায় ভোট চান তাপস। বিকেলের পর ঢাকা দক্ষিণে নতুন যোগ হওয়া কিছু ওয়ার্ডে প্রচারণা চালান মেয়রপ্রার্থী বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য।

সে সময়  নগর ভবনকে দুর্নীতিমুক্ত করে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করার ঘোষণা দেন তিনি। শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচিত হলে প্রথম ৯০ দিনেই নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।অবকাঠামো উন্নয়নে তিন বছর শুধু সিটি করপোরেশন কাজ করবে। অন্য কোনো সংস্থাকে কাজ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে, ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। বিরোধীপক্ষকে বাধা দেয়ার প্রশ্নই ওঠে না।

সোমবার (১৩ জুলাই)  খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে গণমাধ্যমকে আতিকুল ইসলাম আরও বলেন, বিরোধী পক্ষ মিথ্যাচার করছে। অতীতেও তারা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ত ৯ মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ ঢাকা গড়ার অঙ্গীকার করেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন