চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মাস্টার্স ৯৬ ব্যাচের পুনর্মিলনী ২০ ডিসেম্বর আগ্রাবাদের মিল্কী হাউজে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল আড্ডা, সাংস্কৃতিক আয়োজন, স্মৃতিচারণ, গানের আসর।
দুপুরে ৩ টায় স্মৃতিচারণ পর্বে অংশ নেন সিটি কলেজ বাংলা মাস্টার্স ৯৬ ব্যাচের শিক্ষার্থী সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, বেসরকারি সংস্থা সংশপ্তকের চেয়ারম্যান আফরোজা মিল্কি (পান্না), অধ্যাপক ও লেখক মহি মুহাম্মদ, আবুল খায়ের ফটিক, সেলিম জাবেদ, এসএম আকবর হোসোইন খোকন, পাপিয়া রুদ্র (রুমি), পুলন কুমার গুপ্ত, সাবিনা ইয়াসমিন, সৈয়দুল আলম, গোলাম সারোয়ার, সুমা দাস, কাঞ্চন মহাজন, কামরুন নাহার রুমা, জিন্নাত আলী প্রমুখ।
শেষে লেখক-পৌর মেয়র মোহাম্মদ জোবায়েরের পক্ষ থেকে গ্রন্থ ও বিভিন্ন উপহার প্রদান করা হয় । বিজ্ঞপ্তি