২৬ অক্টোবর ২০২৫

সিটি গেটে ট্রাকের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ট্রাকের ছাদ থেকে আবুল হাসেম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সিটি গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসেম নোয়াখালীর মাইজদী থানার রমেশপুর এলাকার বাসিন্দা।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, সিটি গেট এলাকায় ট্রাকের ছাদ থেকে এক তরুণের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন