২৪ অক্টোবর ২০২৫

সিটি নির্বাচনে কারচুপি হয়নি : ওবায়দুল কাদের

বাংলাধারা ডেস্ক »

ঢাকার দুই সিটির  ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির পুননির্বাচনের দাবি মামা বাড়ির আবদার ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন,নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ  হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বলেন, সিটি নির্বাচনে কোন কারচুপি হয়নি; অন্যথায় ভোটের হার এতো কম হতো না। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। উন্নত গণতান্ত্রিক দেশেও স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়। ভোটার উপস্থিতি নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় আলোচনা করা হবে।

বিএনপির সমাবেশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সভা সমাবেশ করার অধিকার তাদের আছে। এজন্য বিএনপিকে ডিএমপির কাছ থেকে অনুমতি নিতে হবে। সরকারী দলের পাশাপাশি বিরোধীদলও সমাবেশ করবে। বিরোধীদল সমাবেশ করতে পারবেন না এটা তো গণতন্ত্রের লক্ষণ না। এছাড়া, বিএনপির কোনো সমাবেশেই আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করেনি বলে দাবি করেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন