২ নভেম্বর ২০২৫

সিডিএ নতুন চেয়ারম্যান হিসেবে শোনা যাচ্ছে সুজনের নাম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে শোনা যাচ্ছে খোরশেদ আলম সুজনের নাম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোরশেদ আলম সুজনকে সিডিএ নতুন চেয়ারম্যান উল্লেখ করে অভিনন্দন জানাতে দেখা যায়। সুজনের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা ভেসে বেড়ালেও বিষয়টি গুঞ্জন নাকি সত্যি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিডিএ বর্তমান চেয়ারম্যান পদে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত মেয়াদ রয়েছে জহিরুল আলম দোভাষের। বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চেয়ারম্যান হিসেবে শোনা যাচ্ছে চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের নাম।

খোরশেদ আলম সুজন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন। তিনি ছাত্রজীবনে হাজী মুহাম্মদ মহসীন কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। দীর্ঘ বছর ধরে দলের একজন ত্যাগী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

খোরশেদ আলম সুজন ২০২০ সালের ৫ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত হন। তিনি ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ পদে মোট ১৮০ দিন দায়িত্ব পালন করেন। চসিকের দায়িত্বপালনকালে খোরশেদ আলম সুজন সাড়া জাগানো উন্নয়নমূলক কাজ করে নগরবাসীর মন জয় করে নেন।

প্রসঙ্গত, জহিরুল আলম দোভাষ ২০১৯ সালের ১৮ এপ্রিল প্রথম দফায় দুই বছরের জন্য সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। পরে ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ