২৩ অক্টোবর ২০২৫

সিবিইউএফটি-তে ট্রাস্টি বোর্ডের ১১তম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)-তে ট্রাস্টি বোর্ডের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সিবিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুস সালাম, এস.এম. আবু তৈয়ব, এ.এম. চৌধুরী সেলিম, মোহাম্মদ ফরহাত আব্বাস ও সেলিম রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ওবায়দুল করিম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভায় প্রারম্ভে ট্রাস্টি বোর্ডের সদস্য এস.এম. সাজেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক প্রস্তাব গৃহীত হয়।

এছাড়াও, বোর্ডের কয়েকজন সদস্য বিজিএমইএ পরিচালনা পর্ষদে যথাক্রমে প্রথম সহ-সভাপতি ও পরিচালক পদে নির্বাচিত হওয়ায় সভায় তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

সভায় সিবিইউএফটির সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির প্রস্তাব ও সুপারিশসমূহ অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি, বিবিএসহ নতুন কয়েকটি প্রোগ্রাম চালুর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে জমি ক্রয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সম্ভাব্য স্থান নির্ধারণ করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হয় এবং প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে বোর্ড কর্তৃপক্ষ বিভিন্ন নির্দেশনা প্রদান করে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে।

আরও পড়ুন