৬ নভেম্বর ২০২৫

সিভাসুর নতুন ভিসি অধ্যাপক লুৎফল আহসন

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. এসএসএম লুৎফুল আহসান। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ছিলেন।

রবিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা: রোখছানা বেগম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে তিনি সিভাসু’র এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন