৩০ অক্টোবর ২০২৫

সিরাজুল হক এর আত্মার মাগফেরাত কামনায় বিজিএমইএ’র মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাধারা প্রতিবেদন  »

বিজিএমইএ’র প্রাক্তন ট্রেজারার ও স্টার্লিং গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান জনাব সিরাজুল হক এর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাদ আছর চট্টগ্রামস্থ বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বিজিএমইএ’র আবদুস সালাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মরহুম সিরাজুল হক ছিলেন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব। বিজিএমইএ, বিআইএফটি ও সিবিআইএফটি’র কার্যক্রমে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁকে বাংলাদেশের রপ্তানীমুখী গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রায় অন্যতম পথিকৃৎ বলে অভিহিতও করেন তিনি।

সভায় মরহুম সিরাজুল হক এর স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন, বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালক জনাব এস.এম. সাজেদুল ইসলাম ও জনাব আ.ন.ম. সাইফ উদ্দিন প্রমুখ।

এ’দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ সর্বজনাব খন্দকার বেলায়েত হোসেন, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালকবৃন্দ সর্বজনাব- এস.এম. সাজেদুল ইসলাম, আ.ন.ম. সাইফ উদ্দিন, হাসানুজ্জামান চৌধুরী, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্লাহ, মনসুর সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও বিজিএমইএ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন পরিচালক জনাব সাইফ উল্লাহ মনসুর এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ পোশাক শিল্পের প্রয়াত মালিক, শ্রমিক, কর্মচারীদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত রোগ মুক্তি কামনা করে করোনা ভাইরাস থেকে আশু মুক্তির লক্ষ্যে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন