বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম দক্ষিণ খুলশী থেকে গ্রেফতারকৃত আইটিতে দক্ষ সিরিয়াফেরত জঙ্গি সাখাওয়াত আলী লালুকে (৪০) ফের তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুন) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১২ জুন) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রাছিব খান সংবাদ মাধ্যমকে বলেন, তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকালে সাখাওয়াত আলী লালুকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বাংলাধারা/এফএস/এআই













