২৩ অক্টোবর ২০২৫

সিসিটিভি ফুটেজে ভরসা, চান্দগাঁও পুলিশের অভিযানে উদ্ধার দুই শিশু

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় হারিয়ে যাওয়া দুই ভাই-বোনকে মাত্র সাড়ে চার ঘণ্টার মধ্যেই উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে এই সফল অভিযান সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চান্দগাঁও থানার সিএন্ডবি গ্লাস ফ্যাক্টরির রাসেল মির্জা কলোনি থেকে নিখোঁজ হয় ১৫ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস প্রিয়া এবং তার তিন বছর বয়সী ছোট ভাই মোহাম্মদ আয়াত হামিদ। সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন বাবা মোহাম্মদ কায়সার হামিদ দ্রুত চান্দগাঁও থানায় নিখোঁজ ডায়েরি করেন।

সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করে। প্রযুক্তির সহায়তায় তিন ঘণ্টার মধ্যেই নিখোঁজ দুই শিশুকে চিহ্নিত করে উদ্ধার করা হয়। এরপর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, “আমরা দ্রুততম সময়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুদের অবস্থান শনাক্ত করেছি এবং নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিখোঁজ শিশুদের পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।”

পুলিশের এ তৎপরতা ও প্রযুক্তিগত সহায়তা যে নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে কতটা কার্যকর হতে পারে, এই ঘটনাটি তারই একটি উদাহরণ হয়ে থাকল।

আরও পড়ুন