১০ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডের গৃহহীন ৬ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডে ভূমিহীন ও গৃহহীন ৬ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর। মঙ্গলবার ঘরের রেজিস্ট্রি দলিল, গৃহ সনদ ও অন্যান্য কাগজপত্র উপকারভোগীদের হাতে তুলে দেন সাংসদ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন ও সীতাকুণ্ড পৌর মেযর বদিউল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, ডা. নূর উদ্দিন রাশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সীতাকুণ্ডসহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. দিদারুল আলম এ্যাপোলোসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন