কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড »
সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের আলাকুলিপুর গ্রামের শিশু মিয়া সড়কটির অবস্থা বেহাল ধসা। রাস্তায় কাদা ও পানিতে একাকার হয়ে আছে। একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক যুগেও এই সড়কের সংষ্কার কাজ হয়নি। একটু বৃষ্টি হলেই বড় বড় গর্ত হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রীতিমতো জনদুর্ভোগে এলাকাবাসী। এলাকার কোন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে কিংবা সামাজিক অনুষ্ঠান হলে কষ্টের সীমা থাকে না।
স্থানীয় বাসিন্দা মহরম আলী অভিযোগ করে বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে থাকে, কিন্তু চেয়ারম্যান রাস্তাটি মেরামত করছে না। অনেকবার আবেদন হয়েছে, কিন্তু বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। বর্তমান চেয়ারম্যান তিনবার চেয়ারম্যানে দায়িত্ব পালন করলেও রাস্তাটি মেরামতে অনিহা কেন জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন, ‘রাস্তাটির অবস্থা খারাপ ঠিক, এটি ক্রমান্বয়ে মেরামত করা হবে।’













