২৪ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডের সেই পাহাড়খেকো ইয়াসিন পুলিশের জালে ধরা

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডের আলীনগরের সম্রাট খ্যাত ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ১৫ জুলাই (শুক্রবার) বিকেলে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনে গেলে আলীনগর প্রান্তে ইয়াসিন বাহিনীর নেতৃত্বে পরিদর্শন টিমের গাড়ী বহর হতে স্থানীয় মেম্বার আরিফকে গাড়ী থেকে নামিয়ে মারধর করে। এর প্রেক্ষিতে মেম্বারের ভাই বাদী হয়ে সীতাকুণ্ডে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, সন্ত্রাসী ইয়াসীন সীতাকুণ্ডে ভূমিদস্যু ও সরকারী পাহাড় খেকো হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন হতে সলিমপুর এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গা দখলের রাজত্ব কায়েম করে আসছিল। এক সময় ইয়াসিন আমিন জুট মিলের কর্মচারী ছিলেন। তার বাবা সিএনজি চালক ছিলেন। তার নামে হত্যা, গুম, সরকারি জায়গা দখলসহ অসংখ্য মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন