বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে ফের ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে এবার একটি জুটের কন্টেইনারে আগুন লেগেছে। আগুন লাগার কারণ জানাতে না পারলেও গতবারের মতো ভয়াবহ আগুন লাগেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া
তিনি বলেন, ‘বিএম ডিপোর একটা জুটের কন্টেইনারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এটা ছোট একটা আগুন। গতবারের মতো ভয়াবহ আগুন আগুন না।’
এর আগে গত ৪ জুন রাতে বিএম ডিপোতে আগুন থেকে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের সদস্যসহ ৫১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন দুই শতাধিক। ডিপোর একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনায় রপ্তানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার এবং আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়।













